ঝিনাইগাতীর ৩ বিদ্রোহী প্রার্থীসহ বহিস্কার-৫

0
173
728×90 Banner

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের ৩ নেতা ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানোর অভিযোগে অপর দুজনসহ মোট ৫ জনকে শৃংখলা ভঙ্গের দায়ে গঠন্তন্ত্রের ৪৭(ঠ)ধারায় বহিস্কার করা হয়েছে। এরা হলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মোঃ আশরাফুল আলম পলাশ,ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মোঃ জয়নাল আবদীন খান, এবং ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মোঃ মজিবর রহমান। এ ছাড়া গৌরীপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম পলাশের চশমা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুস ছালামকে সাময়িক বহিস্কার করে ৩ দিনের সময় দিয়ে শো-কজ করা হয়েছে।জবাব পাওয়ার পর তাদের স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশসহ প্রস্তাব প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here