টঙ্গীতে আওয়ামী রাজনীতি ও গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ফজলুল হক-৪

0
535
728×90 Banner

(পূর্বে প্রকাশিতের পর)-৪
শহীদ আহসান উল্লা মাস্টারের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ফজলুল হক
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফজলুল হক ডেইলি গাজীপুরের সাথে একান্ত সাক্ষাতকারে জনপ্রিয় শ্রমিক নেতা শহীদ আহসান উল্লা মাস্টারের স্মৃতি চারণ করে বলেন, আগামী ৯ নভেম্বর জনপ্রিয় শ্রমিক নেতা শহীদ আহসান উল্লা মাস্টারের ৬৭তম শুভ জন্মদিন,জনাব ফজলুল হক ছিলেন শহীদ আহসান উল্লা মাস্টারের ঘনিষ্ঠ সহচর ,তাঁরা এক সাথে বহু আন্দোলন,সংগ্রামে ও নির্বাচনে সামনে থেকে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এই বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বাড়ির ছাদে বসে নব্বইয়ের দশকে টঙ্গীর প্রায় সব ধরনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হতো,কারণ তখন টঙ্গীতে আওয়ামী লীগের সম্মেলন করার মতো অবস্থা ছিল না।আর ৮০ থেকে ৯০ এর দর্শক পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তার ( হকের) বাড়ি নির্বাচনী অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো এবং তিনি নির্বাচন গুলোতে অর্থ সহায়তা ও করেছেন ।
টঙ্গী তথা গাজীপুরের রাজনীতিতে সব চেয়ে বড় দুঃসময় আসে ২০০৪ সালের ৭ মে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তৎকালীন সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লা মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর।
স্বেচ্ছাসেবক লীগের সেই সম্মেলনের দিন তিনিও একই মঞ্চে একসাথে বসা ছিলেন। ভাগ্যক্রমে বেঁচে যান।

জনসভায় বক্তব্য রাখছেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফজলুল হক

হত্যাকান্ডের পর টঙ্গীর সর্বস্তরের মানুষ যখন ক্ষোভে রাস্তায় নেমে আসেন স্বতঃস্ফূর্তভাবে রাস্তা ঘাট বন্ধ করে দেয়, তখন বিএনপি জামাত তার হত্যাকান্ড কে ভিন্ন দিকে মোড় দিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে রেলওয়ে ও বিএনপির অফিস পোড়ানোর দায়ে মিথ্যা মামলা দায়ের করেন।বিএনপির অফিস ও পরিবহন ভাংচুর পোড়ানো মামলায় ২ হাজার ও ট্রেনে হামলা অগ্নি সংযোগের অভিযোগে ২ হাজার ৫শত আওয়ামী লীগ নেতা কর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।
তখন শহীদ আহসান উল্লা মাস্টার হত্যাকান্ডের সাক্ষী হয়েও দলীয় নেতা কর্মী ও দলের ভবিষ্যতের কথা চিন্তা করে শহীদ আহসান উল্লা মাস্টারের পরিবারের সদস্যদের ও আইনজীবীদের সাথে কথা বলে,শহীদ আহসান উল্লা মাস্টার হত্যাকান্ডের দায়ের করা মামলায় নিজেকে বিলম্ব সাক্ষী হিসেবে নথি ভুক্ত করার আবেদন করেন, আদালত মঞ্জুর করলে তিনি দুইটি মামলায় প্রায় সাড়ে চার হাজার আসামীকেনিম্ন আদালত ও হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন করাতে মূখ্য ভূমিকা পালন করেন। এই জন্য প্রায় সব ধরনের আর্থিক সহায়তা তিনিই করেছিলেন।উক্ত মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাই কোর্ট।এ মামলায় ২০০৫ সালে নিম্ন আদালতে সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ২২ আসামির সাজা দেওয়া হয়েছে।( চলবে)

Print Friendly, PDF & Email
728×90 Banner