টঙ্গীতে আবাসিক হোটেলে অভিযান নারীসহ গ্রেফতার ৪৪

0
401
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার টঙ্গী বাজার ও টঙ্গী রেল ষ্টেশন এলাকায় গতকাল রাতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪৪ জনকে আটক করেন থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান -দীর্ঘ দিন যাবৎ উক্ত এলাকার আবাসিক হোটেল গুলোতে নিয়মের বর্হিভুত অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার অভিযোগে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে অভিযান চলানো হয়েছে। এতে ৩৬ জন পুরুষ ও আটজন নারী কে আটক করেছি। আটকৃদের ২১৯ ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে। এব্যাপারে হোটেল মালিক ও কর্মচারীরা জানান আমরা সরকারি দপ্তর থেকে বৈধতা নিয়ে আবাসিক ব্যবসা পরিচালনা করে আসছি । আমাদের প্রতি মাসে বাড়ী ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফদের বেতন ভাতা সব মিলে প্রতিমাসে ২ লক্ষ্যাধিক টাকা খরচ হয় । এর মধ্যে প্রশাসনের অভিযান জনমনে আতংক বেশ কিছুদিন যাবৎ ২০টি রুমের মধ্যে ১০টি রুমও ভাড়া হয়না । এমন টান টান বিরাজমান অবস্থায় আবারও অভিযানে আসাবিক হোটেল ব্যবসা করা দুষ্কর হয়ে পড়েছে । হয়তো নিরাপত্তা নয়তো বন্ধ করে দেওয়ার কথা বলেন আবাসিক হোটেল ব্যবসায়ীরা । এব্যাপারে স্থানীওরা বলেন-বিগত কয়েক মাস আগে টঙ্গী বাজার ঢাকা ময়মনসিংহ সড়ক সংলগ্ন কয়েকটি আবাসিক হোটেল বন্ধের দাবীতে জুম্মার নামাজ শেষে রাজ পথে মানব বন্ধন করেন স্থানীয় মুসল্লিরা । সপ্তাহ খানেক বন্ধ রাখার পরে অজানা কারণে আবারও খুলে দেওয়া হয় হোটেল গুলি । টঙ্গী রেলওয়ে ষ্টেশন এলাকার ১০-১২টি আবাসিক হোটেল ও বডিং ব্যবসায়ীদের বার বার সর্তক করে দেওয়ার পরেও চলমান থাকায় স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লিরা একত্রি হয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে যাওয়ার পর প্রসাশনের পক্ষ থেকে সবকটি আবাসিক হোটেল সীলগালা করে দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে আবারও তাহা খুলে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করে যাচ্ছে। জুয়া, মাদক ব্যবসা, ইয়াবা সেবন, দেহ ব্যবসায়ী ও আসামাজিক কার্যকলাপ কোন বিষয়েই কমতি নেই আবাসিক হোটেল গুলোতে । তাই চিরতরে বন্ধ করার যুব সমাজকে অপ্রীতিকর কর্মকান্ড থেকে মুক্তি দেওয়ার জোর দাবী জানান স্থানীয়রা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here