টঙ্গীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টা : প্রাণনাশের হুমকি

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে টঙ্গীর ভরান এলাকার মৃত আলীবুদ্দিন খান কটুর মেয়ে ছন্দা আক্তার আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
ভূক্তভোগী ছন্দা আক্তার সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা আলীবুদ্দিন খান (কটু) জীবদ্দশায় জলিল খান মার্কেটে ৬.৩ শতাংশ জমি ২০১৯ সালে আমার নামে লিখে দিয়ে যান। আমি নিজ নামে খাজনা খারিজ ও নামজারি করে ভোগ দখল করে আসছি। আমার বাবা আলীবুদ্দিন খান গত পহেলা অক্টোবর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরপরই আলী আমজাদ খান, আলী আসাদ খান, দীনা খান, নূর ইসলাম খান ও রাজু মিয়াসহ একটিচক্র মার্কেটের দোকান ভাড়ার টাকা তাদেরকে দিতে বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওইচক্রটি আমার দোকানের ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে। হুমকিদাতাদের জিজ্ঞেস করা হলে তারা চাঁদা দাবি করে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় আমি গত ১৫ অক্টোবর টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৬১) দায়ের করি। তিনি আরও বলেন, আমি এই সন্ত্রাসী, চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে চাই। তারা একাধিকবার আমার বাড়ি ও মার্কেট দখলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে কোন সময় আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। উক্ত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পুলিশ প্রশাসন ও সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এসময় ভূক্তভোগী ছন্দা আক্তারের স্বামী আসাদ্জ্জুামান দিপুও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here