টঙ্গীতে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান

0
332
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মৃতি বিজড়িত টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এস এস সি পরিক্ষাথীদের বিদায় অনুষ্ঠান বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ মোল্লা। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ বজলুর রশিদ,নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা বসু, সহকারী শিক্ষক মোঃ ছদরুল,মোঃ অলিউল্লাহ,আজাহার হোসেন,সৈয়দ আঃ খালেক,ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান,সেলিম জাবেদ প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন নোয়াগাঁও এম এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও বিদায়ী শিক্ষার্থীদের অভিবাবক বৃন্দ। আলোচনা শেষে ২০১৯ সালের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ১৫৯ জন শিক্ষার্থীদের জন্য দোয়া ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ আহসান উল্লা মাস্টারের রুহের মাগফেরাত কামনায় দোয়া করানো হয়।
উল্লেখ্য গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির পিতা শহীদ আহসান উল্লা মাস্টর এ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২০০৪ সালের ৭ই মে সন্ত্রাসীদের গুলিতে আহসান উল্লাহ মাস্টার এ বিদ্যালয়ের মাঠেই মৃত্যু বরন করেন,এর পর থেকেই মোঃ শহীদ উল্লাহ মোল্লা এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here