টঙ্গীতে খ্যাতনামা সমাজকর্মী মোস্তফা জামানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত 

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক মোস্তফা জামানের ২২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট ও জামান মেমোরিয়াল একাডেমির উদ্যোগে এ উপলক্ষে রবিবার সকালে টঙ্গীর বড় দেওড়াস্থিত জামান মেমোরিয়াল একাডেমির নবনির্মিত সালামত উল্যাহ মাস্টার ভবনের মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা আওয়ামী লীগ ও জামান মেমোরিয়াল একাডেমির সদস্য আকতার হোসেন দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুমের ছোট ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, সমাজকর্মী মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মাস্টার, আব্দুস সালাম মাতবর, সাংবাদিক ইকরামুল্লাহিল কাফি, সমাজকর্মী মিজানুর রহমান, জালাল উদ্দিন, ডাঃ রুহুল আমিন, আহম্মদ উল্লাহ পলাশ, আঃ হাই সরদার, শিক্ষক সালাউদ্দিন খোকন, সাহিদা আকতার প্রমুখ। উল্লেখ্য ১৯৬৮সালে ২রা মার্চ মোস্তফা জামান জন্ম গ্রহণ করেন। ১৯৯৮ সালে ২৬ জুলাই মৃত্যুবরণ করেন। ২৬ জুলাই ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা মহামারী এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে মরহুমের পরিবারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপি কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here