টঙ্গীতে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান

0
210
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কোন নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক মাহবুব চৌধুরী জানান, তার বাড়ির বাউন্ডারি ও সেমিপাকা ঘর কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ করেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি করপোরেশন হঠাৎ নোটিশ না দিয়ে এ অভিযান চালানোর ফলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, টঙ্গীর আউচপাড়ায় হাজী আজগর আলী রোডের পশ্চিম র্পাশ্বের প্রায় ১৫ শতাংশ জমির উপর সাংবাদিক মাহবুব চৌধুরীর বাড়িটি নির্মাণ করেন। বাড়ির পূর্ব পূর্ব র্পাশ্বের নির্মিত হাজী আজগর আলী রোডের অংশ প্রস্তে ১৮ ফুট দৈর্ঘ্য ৭৫ ফুট পুরো রাস্তাটি সাংবাদিক মাহবুব চৌধুরীর জমি দখল করে নির্মিত হয়। র্পাশ্ববতী জমির মালিকের কাছ থেকে কোন জমি নেওয়া হয়নি। রাস্তাটির অবস্থান সংশোধনের জন্য গাজীপুর সিটি করপোরেশনে আবেদন করেও কোন সমাধান হয়নি। বর্তমানে ১৫ শতাংশ জমির মধ্যে মাহবুব চৌধুরীর মাত্র ১১.৩০ শতাংশ রয়েছে। এরপরও গাজীপুর সিটি করপোরেশন একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আবারো জোর করে প্রায় ২০লক্ষ টাকার জমি দখল, ৫ লক্ষ টাকার বাউন্ডারি ও ৫ লক্ষ টাকার সেমিপাকা বিল্ডিং ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাহবুব চৌধুরী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here