টঙ্গীতে পশ্চিম থানার উদ্যোগে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

0
209
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : “আসুন মাক্স পরি, করোনা ভাইরাস প্রতিরোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানার উদ্যোগে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাইন উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কশিনার অপরাধ (দক্ষিণ) মো: শাহাদাত হোসেন, এস আই মোহাম্মদ সুমন মিয়াসহ পুরিশ সদস্যরা।
তিনি বলেন, মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমনে সাধারণ মানুষের মাঝে যে আতঙ্ক দেখা দিয়েছে তার হাত থেকে রক্ষা পেতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হকের উদ্যোগে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টঙ্গীর চেরাগআলী বাস স্ট্যান্ডের সামনে এই ক্যাম্পেইন কার্যক্রম ও মাক্স বিতরণ করা হয়। মুখে মাক্স ব্যাবহার না করে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে বাধ্যতামূলক মাক্স ব্যাবহারে উদবুদ্ধ করা হয়। এ সময় অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক রাস্তায় চলাচলকারী জনসাধারণ, গাড়ির চালক ও গার্মেন্টস কর্মীদের মাঝে মাক্স বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here