টঙ্গীতে পুলিশের সাথে বিসিক শিল্প মালিকদের সমঝোতা স্মারক স্বাক্ষর

0
65
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : শিল্প নগরীর টঙ্গীতে বিসিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, সিকিউরিটি, ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্টের মাধ্যমে বিসিক শিল্পনগরীর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিকদের সাথে মেট্রোপলিটন পুলিশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টঙ্গীর বিসিক টাম্পাকো ফয়েলস লিঃ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিল্প কারখানা মালিক, কর্মচারী, শ্রমিক, পরিবহণ মালিক-চালকসহ এলাকার সূধীজন।
বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন বলেন, এ উদ্যোগ বিসিক শিল্প নগরী এলাকায় শান্তি শৃঙ্খলা এবং মাদকের বিস্তার রোধে কার্যকরী ভূমিকা রাখবে ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্প কারখানার পরিবহণ চালক-শ্রমিকের গুরত্বপূর্ণ অবদান রয়েছে। তবে গুটিকয়েক মন্দ লোক মাদকের সাথে জড়িয়ে পড়ায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, সেই সাথে তার পরিবারের তথা দেশের অনেক বড় ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে। এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মাদকের সাথে জড়িত বিভিন্ন সামাজিক সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। শুধু পুলিশ একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রয়াসে এ ব্যাধীকে দূর করতে হবে। সেই লক্ষ্যে এ সমঝোতা স্বাক্ষর স্মরণীয় হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here