টঙ্গীতে পূঁজা মন্দিরে বহিরাগতদের হামলা, আহত তিন

0
92
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী বাজার দূর্গা মন্দিরে সভা চলাকালীন সময় বহিরাগতদের হামলায় তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় মন্দিরের সদস্য ও ভক্তবৃন্দের মাঝে আতষ্ক বিরাজ করছে। টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, টঙ্গীর বাজার কেন্দ্রীয় মন্দিরে আগামী দূর্গা পূঁজা উপলক্ষে শনিবার রাতে একটি আলোচনা সভা আয়োজন করেন মন্দির কমিটি সভাপতি রঞ্জিত কুমার দাস। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারকে প্রধান অতিথি করা হয়। সভা চলাকালীন সময় এক বক্তার উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদ করলে বাক-বিতন্ডা শুরু হয়। এসময় স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতাও বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। পরে মন্দিরের বাহিরে অবস্থান নেয়া কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার ও টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লিটন উদ্দিন সরকারের লোকজন মন্দিরের ভিতরের প্রবেশ করে চড়াও হয়ে হামলা করে। এতে টঙ্গী পূর্ব থানা পুজা উদযাপন কমিটির সহসভাপতি রতন কুমার সরকার, সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহ দপ্তর সম্পাদক বিপুল দেবনাথ আহত হয়।
টঙ্গী পূর্ব থানা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ বলেন, বর্তমান মন্দির কমিটি মেয়াদ ২বছর আগে শেষ হলেও নতুন কমিটি গঠনের উদ্যোগ না থাকায় সকল সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এরই মধ্যে পূঁজার প্রস্তুতি সভায় একজনের উস্কানীমূলক বক্তব্যের কারনে বিসৃংখলার সৃষ্টি হয়। মন্দিরের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাসের ইন্দনে বহিরাগত লোকজন মন্দিরের ভিতরে হামলা চালিয়ে লোকজনকে আহত করে।
মন্দির কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস জানান, সভাকালীন একজন উস্কানীমূলক বক্তব্য দিলে সভায় থাকা অপর একজন প্রতিবাদ জানায়। এতে কথা কাটাকাটি ও বাক-বিতন্ডা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন, একজনের উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদ করায় মন্দিরে অবস্থানরত সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। পরে আমি তাদের ধমক দিয়ে নিবৃত করি।
টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here