টঙ্গীতে ফার্মেসিসহ ৪টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

0
117
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীর স্টেশন রোড এলাকায় মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূলের চেয়ে অধিক মূল্যে রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষা বাবদ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ও সংরক্ষণ করার অপরাধে সেবা শুশ্রুষা হাসপাতাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা, নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং আল হেরাম ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য/সেবা যথাযথভাবে প্রদান না করার অপরাধে ২টি অভিযোগের ভিত্তিতে বাটা সুকে ২০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও টঙ্গী পূর্ব থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here