টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারো শীর্ষ

0
157
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবছর ১৪৭৯ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে ১১০১ জনই জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবারের ন্যায় এবারো ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। ঢাকা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৪৩০ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৪ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। বুধবার এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার তৈরি হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহ তায়ালার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. মিজানুর রহমান আলিম শ্রেণীর ফলাফলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিভাবকরা বহু আশা আকাক্সক্ষা নিয়ে তাদের সন্তানদের তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় পাঠান। আমরা অভিভাকদের সেই আমানত রক্ষা এবং তাদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। তবে এ কাক্সিক্ষত ফলাফল অর্জনের পেছনে সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here