টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে অতিরিক্ত ফির প্রতিবাদে বিক্ষোভ

0
261
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে অতিরিক্ত ফি আদায় এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকের দুর্ব্যবহারের প্রতিবাদে রোববার প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। অভিভাবকরা জানান, সফিউদ্দিন স্কুল কর্তৃপক্ষ পুনঃভর্তি ও সেশন ফিসহ বিভিন্ন খাতে মোটা অংকের টাকা আদায় করছে। পুরাতন শিক্ষার্থীদের জন্য সেশন চার্জ, ভর্তি ও আইটি ফি এবং জানুয়ারি মাসের সাড়ে ৭০০ টাকা বেতনসহ মোট ভর্তি ফি ৪ হাজার ২২০ টাকা, নতুন শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ৯৭০ টাকা এবং ইউনিফর্ম বাবদ শ্রেণিভেদে আরও ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকা, কথিত শিক্ষা উপকরণের নামে পুরাতন শিক্ষার্থীদের কাছ থেকে আরও ৯০০ টাকা এবং নতুন শিক্ষার্থীদের কাছ থেকে আরও ৬৭০ টাকা করে ফি আদায় করা হচ্ছে। সেশন ফি-সহ ভর্তি ফি ৪ হাজার ২২০ টাকা ও ৪ হাজার ৯৭০ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক তহবিলের মাধ্যমে এবং অন্যান্য খাতের টাকা সরাসরি উত্তোলন করা হচ্ছে। অভিভাবকরা জানান, গত বছর বেতন ছিল সাড়ে ৬০০ টাকা। এ বছর তা করা হয়েছে সাড়ে ৭০০ টাকা। গত বছর সেশন ও ভর্তি ফি ছিল ২ হাজার ৯০০ টাকা। এ বছর শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি করা হয়েছে পুরাতনদের জন্য ৪ হাজার ২২০ টাকা এবং নতুন শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ৯৭০ টাকা। অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ শতাধিক মেধাবৃত্তিপ্রাপ্ত এবং প্রায় ৪০ ভাগ শিক্ষার্থী উপবৃত্তিপ্রাপ্ত, যারা অবৈতনিকভাবে পড়াশোনা করছে। অবশিষ্ট প্রায় ৫০ ভাগ শিক্ষার্থীর আয় দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার ব্যয়ভার বহন করতে হচ্ছে। আইসিটিসহ সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। ফলে যৌক্তিকভাবেই ফি বাড়ানো হয়েছে। তবে তা শিক্ষা বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত নয় বলে তিনি দাবি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here