টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
170
728×90 Banner

মো: জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান। গতকাল সোমবার শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক টঙ্গী শাখার ম্যানেজার শারমিন জাহান, অফিসার জাকিয়া ফেরদৌসি, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ শাখার প্রভাষক মহসিন, জান্নাতুল ফেরদৌস, নিলিমা আক্তার, খাদিজা আক্তার, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, রতন কুমার ঘোষ, গুলজার হোসেন, সাবিয়া সুলতানা, ফাতেমাতুজহুরা, তাহেরা আক্তার, নূরুন নাহার আক্তার, খালেদা জাহান, সুলতানা বেগম, সায়মা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বলেন, আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরের মতো এবারও বিশ^ব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হলো “করোনাকালীন নারী নেতৃত্ব, গর্ভে নতুন নতুন সমতার বিশ^” পুরুষদের মতোই সব কাজে সমান সুযোগ পান নারীরাও। বিশ^জুড়ে লিঙ্গ, সাম্যের উদ্দেশ্য কাজের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়। নারীর বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here