টঙ্গী ব্রিজের নিচে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

0
5484
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গী বাজার ব্রিজ এলাকায় রেব টহল টিমের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত ও ৩ জন র‌্যাব সদস্য আহত হয়েছে, তাদের একজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম নান্নু ওরফে টেংরা নান্নু ও ব্লেড বাবু।
জানাযায়, আজ বৃহস্পতিবার রাত রাত সোয়া ১২টায়  র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করছে র‌্যাব। জানাযায়, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার টঙ্গী বাজার ব্রিজের নিচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। নিহতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৭ টি মোবাইল, দুটি সুইচগিয়ার, গ্যাস লাইট ৬টি, গুলির খোসা উদ্ধার করে। ব্লেড বাবু উত্তরার কোট বাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা আকবরের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। তাকে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর ছিনতাইকারী ও ডাকাত হিসেবে এলাকাবাসী চিনে।
র‌্যাব জানায়,টঙ্গী ব্রিজে প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতিকালে র‌্যাবের টহল টিমের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকের এ ঘটনায় ‍দুই সন্দেহভাজন ডাকাতদলের সদস্য নিহত ও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।
র‌্যাব-১ সূত্রে জানা গেছে, আহত র‌্যাব সদস্যদের মধ্যে দুইজনকে টঙ্গী হাসপাতাল ও একজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম বলেন, ঈদকে সামনে রেখে টানাপার্টি, ছিনতাইকারী ও অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে নগদ টাকা-পয়সা লুট ও গাড়ি ডাকাতি চক্র সক্রিয় হয়েছে। এ জন্য নিরাপত্তায় র‌্যাব টহল জোরদার করেছে।
নিয়মিত টহলের অংশ হিসেবে আমাদের র‌্যাব-১ এর একটি টহল টিম টঙ্গী ব্রিজ এলাকায় নিয়োজিত ছিল। রাত ১২টা ২০ মিনিটের দিকে টঙ্গী ব্রিজের ঠিক নিচে একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। চিৎকার শুনে টহল টিম ধাওয়া করলে ডাকাতদল গুলি ছোঁড়ে। র‌্যাবও নিরাপত্তার স্বার্থে গুলি ছোঁড়ে।
এতে এক র‌্যাব সদস্যের (সৈনিক) বাম পায়ে গুলি ঢুকে বেড়িয়ে যায়। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। অন্য আরও দুই র‌্যাব সদস্যকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের টহল টিম পৌঁছার পর দুইজনের মরদেহ দেখা গেছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here