টাকশালের কর্মচারী শামসুজ্জামান চাকুরির সুবাদে কোটি পতি

0
640
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ গাজীপুর এ শামসুজ্জামান ১৯৯৫ সনে কর্মচারী হিসেবে যোগদান করেন। যোগদানের সময় একটি ভাঙ্গা সুটকেস নিয়ে টাকশালের আবাসিক অবস্থান করেন। সময়ের আবর্তনে ফুলে ফুসেঁ বর্তমানে তিনি জয়দেবপুরে বিশাল সম্পতির মালিক। সব টুকুই অর্জন করেছেন টাকশালের চাকুরীর সুবাধে। অবৈধ পন্থা, বিভিন্ন অনিয়ম ও দুনীর্তির মাধমে সম্পদের বিশাল পাহাড় গড়েছেন। জয়দেবপুর শিমুলতলী হাউজিং সোসাইটিতে যৌথ ভাবে একটি এবং একক ভাবে একটি সাত তলা বিশাল বাড়ীর মালিক। জানা যায় এককভাবে তৈরীকৃত বাড়ীটির নক্সাতে কর্তৃপক্ষের কোন অনুমোদন নেই। বাড়ী দুটির মূল্য প্রায় ৩ কোটি টাকা। জয়দেবপুর বাজারস্থ প্রকৌশল ভবনে রয়েছে তার ৪০০টি শেয়ার যার অনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। শেয়ার সংখ্যা তারই সর্বোচ্চ সংখ্যক। ২০ লক্ষ মূল্যমানের একটি গাড়ী। শিমুলতলী সালনা রোডে রয়েছে ১০ কাঠা জমি যার মূল্য ১ কোটি টাকা। মুক্তাগাছা, মুন্সীগঞ্জ (বিক্রমপুর) এবং মুধুপুরে নামে বেনামে রয়েছে আরো প্রায় ২ কোটি টাকার সম্পদ। ২০০৮ সনে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার ক্রয় কাজে দুর্নীতির প্রমান পেয়েছিলেন। তাঁর মৌখিক নির্দেশে তাকে ক্রয় কাজে হতে বিরত রাখেন যা এখনও অব্যাহত আছে। তিনি ক্রয় কাজে একাধিক বার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে জানা যায়। শামসুজ্জামান ১৩/০৭/৯৪ইং তারিখে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে চাকুরীর জন্য টাকশালে আবেদন করেন। আবেদন পত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৮৩ তে এস এস সি, ৮৫ তে এইচ এসসি ও ৯০ সনে ডিপ্লোমা পাস করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি ২০০০ সনে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। ০৪/১২/২০০১ তারিখে চাকুরীতে যোগদানের ৭ বছর পর হঠাৎ করে কোন নিয়মকানুন এর তোয়াক্কা না করে তিনি ৯০ সনে ডিগ্রী পাস করেছিলেন বলে উল্লেখ করে ডিগ্রী পাসের সনদটি অফিসে জমা দেন। চাকুরীর আবেদনে তিনি ডিগ্রী পাসের বিষয়টি গোপন করেন। একই সনে পাসের দুটি সনদ চাকুরীর আবেদনে উল্লেখ করতে পারবেন না বলেই কৌশলে তিনি তা উল্লেখ করেন নাই। কারন এতে তার আবেদনটিই বাতিল হয়ে যাবে। কারিগড়ী শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ভর্তি হয়ে একই সাথে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ডিগ্রী করেছেন। একই সাথে দুটি শিক্ষা কার্যক্রম চালানো যায় না যা বোর্ডে বা বিশ^বিদ্যালয়ের অধ্যাদেশের পরিপন্থি (উযধশধ টহরাবৎংরঃু ঙৎফরহধহপব ধহফ জবমঁষধঃরড়হ) শুধু তাই নয় শামসুজ্জামান এইচএসসি শেষ না করে ডিপ্লোমা ভর্তি হয়ে যান। একটি শিক্ষা কার্যক্রম শেষ না করে যুগপৎ ভাবে অপর একটি শিক্ষ কার্যক্রম পরিচালনা করেছেন। এই অবস্থায় তার তিনটি সনদই বাতিল হওয়ার কথা। চাকুরীতে যোগদানের ৭ বছর পর পূর্ব ঘোষণা না দেওয়া ডিগ্রী পাসের সনদটি অফিসে জমা দিয়েছেন। কোন অফিস নির্দেশনা না থাকলেও পক্ষপাত এবং অনিয়মান্ত্রিক ভাবে তার সনদটি ব্যক্তিগত নথিতে অন্তর্ভূক্ত হয়েছিল বলে জানা যায়। এধরনের গোপন করা সনদ কেবল মাত্র বোর্ডই অফিস নির্দেশনার মাধ্যমে গ্রহন করিতে পারে। এ সনদটি দ্বারাই শামসুজ্জামান সহকারী প্রকৌশলী হতে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পান। শিক্ষগত যোগ্যতার তথ্য গোপন রাখায় তিনি টাকশালের কর্মচারী প্রবিধান মালার শৃংখলা ভংগের অপরাধ করেছেন। যার কারনে তিনি চাকুরীচ্যূত হবেন। তথ্য গোপন করায় শৃংখলা ভংগের অপরাধে একজন কর্মকর্তা চাকুরীচ্যূত হয়েছেন যার নজির টাকশালে রয়েছে। শামসুজ্জামান এর একই সাথে পাস (৯০ সনে) করা ডিগ্রী এবং ডিপ্লোমা সনদ এর বিষয়ে প্রশাসন বিভাগ হতে একটি কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছিল যা কোন রূপ তদন্ত ব্যাতিরিকে নথি ভূক্ত হয়েছে বলে জানা যায়। সরকারী চাকুরী বা টাকশালের চাকুরী বিধিত শিক্ষগত যোগ্যতার তথ্য পোগন করার কোন সুযোগ নাই। এ ধরনের অপরাধে চাকুরীচ্যূত হতে হয়। কিন্তু টাকশালে এই সনদ দিয়ে একটি পদোন্নতি পেয়েছেন। এই সনদ দ্বারাই তাকে পরবর্তী পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রাপ্ত তথ্য হতে জানা যায়। তার এ ধরণের অপরাধের উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল হতে নিদের্শনা এসেছে বলে জানা যায়। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রশাসন এর কাছে সকলেরই প্রত্যাশা। শামসুজ্জামান চাকুরীরত অবস্থায় করর্পোরেশনের কোনরূপ অনুমোদন ছাড়াই ভাওয়াল কলেজে মাষ্টার্স পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি ২৪/০৮, ০৩/০৪/০৮ এবং ০৮/০৪/০৮ইং তারিখে ৩দিন অফিস করে প্রায় ৬ ঘন্টা পরীক্ষা কাজে বাহিরে অবস্থান করেন কোনরূপ গেট পাস বা ছুটি ছাড়াই। পরীক্ষা চলাকালীন সময়ও তিনি আপ্যায়ন ভাতা, অতিকালীন ভাতা গ্রহন করেছেন তার অনুমতিবিহীন সম্পান্ন করা মাষ্টার্স সনদটিও ব্যক্তিগত নথিতে অন্তর্ভূক্ত হয়েছে। শামসুজ্জামান এর বিভিন্ন অনিয়ম প্রসংগে নাম প্রকাশ না করার শর্তে টাকশালে একজন কর্মকর্তা জানান, প্রশাসন তথ্য অধিকার আইন এ তথ্য প্রদানের বিষয়ে তাদের সীমাবদ্ধাতার কথা জানিয়েছন। সার্বিক ভাবে শামসুজ্জামান যে সব অনিয়ম, অপরাধ করেছেন তাতে তার চাকুরীচ্যূত হতে পারেন বলে দুদকের একজন সহকারী পরিচালক জানিয়েছেন। এ ব্যপারে প্রয়োজনীয় নথি প্রেরন করা হইলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। তার অপরাধের যথাযথ শাস্তি হওয়া উচিত হবে বলে অনেকেই মনে করে। অন্যথ্যয় তার অপরাধের প্রবনতা বৃদ্ধি পেতে থাকবে। ইতি মধ্যে তিনি বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছন বলে একজন কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here