টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

0
220
728×90 Banner

চোটগ্রস্ত বাংলাদেশের সামনে শক্তিধর নিউজিল্যান্ড

ডেইলি গাজীপুর স্পোর্টস: নিউজিল্যান্ডে প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে যোগ হয় ‘হারানোর আর্তনাদ’। সফরের শুরুটা হয়েছিল সাকিব আল হাসানকে হারিয়ে! তৃতীয় ওয়ানডেতে ছিলেন না মোহাম্মদ মিথুন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে বাংলাদেশ এরইমধ্যে ‘হারিয়েছে’ মুশফিকুর রহিমকে। নিয়মিত অধিনায়ক সাকিব নেই। পুরনো কাঁধের ইনজুরি সামলে না উঠতে উঠতেই তৃতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। আঙুলের এ চোটে প্রথম টেস্টে নেই মুশফিক। তাইতো মাঠে নামার আগেই বড়শর ধাক্কাই খেল টিম বাংলাদেশ। হ্যামিল্টন টেস্ট কতোটা প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ হবে তা নির্ভর করছে সফরকারী ব্যাটসম্যানদের ওপর। নিউজিল্যান্ডের বোলারদের বাহারি সুইং, আগুণঝরা গতি আর ভয়ংকর বাউন্স কি সামলাতে পারবে বাংলাদেশ? ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হার এবং ইনজুরিতে বাংলাদেশ দল জর্জরিত। টপ অর্ডারে একাধিক পরীক্ষিত ব্যাটসম্যান নেই। তাইতো বাংলাদেশি ব্যাটিং লাইন আপকে অনেক বেশি অভিজ্ঞতার পরীক্ষা দিতে হবে টেস্টে। সাদা পোশাকে ব্যাটিং অর্ডার মূলত চার সিনিয়র ব্যাটসম্যানকে নিয়েই গড়া। সাকিব, মুশফিক না থাকায় অনেক কিছু নির্ভর করছে অনেক কিছু নির্ভর করছে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াতের ওপর। চোটাগ্রস্ত বাংলাদেশ শিবিরে সুখবরও আছে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এ টেস্টেই ফিরছেন মোহাম্মদ মিথুন। মুশফিকুর রহিম না থাকায় উইকেটে পেছনের দায়িত্ব সামলাতে হবে লিটন কুমার দাশকে। সেক্ষেত্রে লিটনকে ডাবল রোল প্লে করতে হবে টেস্ট জুড়ে। অতীত রেকর্ড কিন্তু কিছুতেই আত্মবিশ্বাসী করতে পারছে না বাংলাদেশকে। পূর্ণশক্তির দল নিয়েও বাংলাদেশ নূন্যতম লড়াই করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটি টেস্টও জিততে পারেনি। তবে তিনটি টেস্টে ড্র করেছে। তিনটিই বাংলাদেশের মাটিতে। ২০০৮ ও ২০১৩ সালে বৃষ্টির সুবাদে দুই টেস্ট ড্র আর ২০১৩ সালে চট্টগ্রামে লড়াই করে ড্র করেছে বাংলাদেশ। এর বাইরে সবকটিতে হার, অসহায় আত্মসমর্পণ। একাধিক ব্যক্তিগত সাফল্য থাকলেও সেগুলো ঢাকা পড়েছে দলের হতশ্রী পারফরম্যান্সে। যেমন, এ মাঠেই ২০১০ সালে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ। আবার ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন। দারুণ দুই সুখস্মৃতি থাকলেও দলের কোনো অর্জন ছিল না দুই ম্যাচেই। তাইতো সুখস্মৃতি আত্মবিশ্বাসী করতে পারছে না টাইগার শিবিরে। ব্যাটসম্যানদের জন্য এ মঞ্চ বেশ পরীক্ষার। তবে বোলারদের জন্য অপেক্ষা করছে বিশেষ কিছু। চার পেসার আছেন স্কোয়াডে, মুস্তাফিজসহ ইবাদত, রাহী ও খালেদ। পেস স্কোয়াড বেশ উচ্ছ¡সিত টাইগার কোচ স্টিভ রোডস।
বোলাররা নিজেদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিয়ে দারুণ একটি টেস্ট উপহার দেবেন বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। ওয়ানডেতে সাকিব ছাড়া পুরো শক্তির দলই নামানো গিয়েছিল তবুও স্বাগতিকদের বিপক্ষে পেরে উঠেনি বাংলাদেশ। হ্যামিল্টনে সাকিব-মুশফিক দুজনই নেই। টেস্টে দুর্বল বাংলাদেশ দল পুরো শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে কতোটুকু লড়াই করতে পারে সেটিই দেখার। তবে ওয়ানডেতে যা-ই হোক না কেন, দেশের বাইরে আরেকটি টেস্ট সিরিজে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ পুরো শিবির, সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহর কন্ঠে এ সুর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here