ডাকসু ভিপি নুরু সহ ছাত্র নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় নিন্দা

0
114
728×90 Banner

রাঙামাটি : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা আজ ২৩ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতিতে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরু সহ সকল ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা নারী নিপীড়নের হয়রানিমূলক মামলায় গ্রেফতার, হামলা ও একের পর এক নারী নিপীড়নের এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হয়রানি ও নিপীড়নমূলক তৎপরতার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন ডাকসু’র নির্বাচিত সাবেক ভিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিপীড়নের যে পন্থা গ্রহণ করা হয়েছে তা রীতিমত ন্যাক্কারজনক।
জুঁই চাকমা বিবৃতিতে বলেন, ভিপি নুরুকে মিথ্যা মামলায় হয়রানি ও শারীরিক নিপীড়নের এই ঘটনাকে নজিরবিহীন হিসাবে আখ্যায়িত দিয়ে তিনি আরো বলেন, এসব অপতৎপরতা সরকারের শক্তির পরিচয় নয় বরং তাদের হীনমন্যতার নজির। এতে সরকারের চরম অসহিষ্ণু ও কর্তৃত্ববাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জনগণের ভোটাধীকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র পূর্ণঃ উদ্ধারের জন্য যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মধ্যে ছাত্র নেতা নুরুল হক নুরু এবং তার সংগঠন ছাত্র অধিকার আন্দোলন পরিষদ অন্যতম।
স্বৈরচার এ সরকার বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার নৈতিক জোর ও শক্তি হারিয়ে ফেলেছে।
এ কারণে সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যার্থ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতার, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও পুলিশি হামলার পথ গ্রহণ করেছে।
এ স্বৈরাচারী সরকার আতঙ্কিত হয়ে পড়ছে। সত্য বক্তব্যকেও সরকার ভয় পাচ্ছে।
বাম নেতা জুঁই চাকমা ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরু সহ সকল ছাত্র নেতাদের বিরুদ্ধে হয়রানি বন্ধ এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here