তারাবি নামাজে ২০ জন মুসল্লি অংশগ্রহণের এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবী

0
115
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : পবিত্র রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন ঊদ্দীন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবদুল বারী জিহাদী মুজাদ্দেদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।
দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে মুসলমানদের প্রিয় এবং মর্যাদার মাসে লকডাউনের অযুহাত দেখিয়ে মসজিদে মুসল্লীর সীমাবদ্ধতা ধর্মীয় অনুভূতির প্রতি অশ্রদ্ধার শামীল। একদিকে চরম নিয়ন্ত্রণহীন গার্মেন্টস- কল-খারকানা খোলা রাখার সিদ্ধান্ত রেখে মসজিদে নামাজে ২০ এর অধিক মুসল্লী নামাজ পড়তে না পাড়া এটা বড়ই বেমানান।
আহলে সুন্নাত নেতৃবৃন্দ অবিলম্বে এহেন সিদ্ধান্ত পরিবর্তন করে দূরত্ব বজায়ে নিয়মের প্রতি গুরুত্মরোপ করে নামাজের অনুমতি দিলে সরকারের প্রতি ধর্ম প্রিয় সাধারণ মুসলমানের আস্থা অর্জনে সক্ষম হবে। নচেৎ এমন সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই সিদ্ধান্ত পরিবর্তনের কোন বিকল্প নেই বলে নেতৃবৃন্দ মনে করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here