ত্রিশাল আমিরাবাড়ীতে করোনাভাইরাস প্রতিরোধে ত্রাণ বিতরণ করলেন সোহাগ মন্ডল

0
134
728×90 Banner

এনামুল হক,ত্রিশাল: সারাদেশ যখন লকডাউন অবস্থায় রয়েছে নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পাচ্ছেনা, উপার্জন করতে পাচ্ছেনা, কর্ম না থাকার কারণে দু-বেলা খাবার পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে পাচ্ছেনা তখন ত্রিশাল আমিরাবাড়ী ইউনিয়নে তাদের জন্য ত্রাণ বিতরণ করেন তরুন ব্যবসায়ী ও সমাজ সেবক ইমরান হোসেন সোহাগ মন্ডল। ৩ এপ্রিল, শুক্রবার বিকাল ৪টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২০০ খেটে খাওয়া মানুষের মাঝে তিনি এই ত্রান বিতরণ করেছেন। যার মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ,ডিম, পেঁয়াজসহ সংসারের নিত্যপণ্যসামগ্রী। এ ছাড়াও এই সময়ে ওই মানুষগুলোর ওষুধপত্র, এসব পরিবারের মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হাতধোয়ার সাবান ও স্যানিটাইজারও বিতরণ করেন। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য”এই কথা মাথায় রেখে এলাকার যেসব নিম্ন আয়ের মানুষ সাময়িক সময়ের জন্য সমস্যায় পড়েছেন, বিশেষ করে যারা দিনে আনে দিন খায় এসব মানুষ বেশি সমস্যায় পড়েছেন। তারা রোজগারও করতে পাচ্ছেন না আবার কারও কাছে হাত পেতে চাইতেও পাচ্ছেন না। তাদের কথা চিন্তা করেই তাদের একটা তালিকা প্রস্তুত করি এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করি। এই দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আমিরাবাড়ী ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। তিনি এলাকাবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন,ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন। এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সাকিব,সোয়েব,পারভেজ মন্ডল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here