ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়: প্রধানমন্ত্রী

0
51
728×90 Banner

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ জনগণের দল, যা বলে তা করে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের ‘ভাসমান’ আখ্যায়িত করে সরকারপ্রধান বলেছেন, তারা ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে বন্দি করে রেখেছিল। তাঁকে শুধু বন্দি করে রাখা হয়নি, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং জেলখানায় কবর খোঁড়া হয়েছিল।’
শেখ হাসিনা আরও বলেন, ‘ইন্দিরা গান্ধী জাতির পিতার মুক্তির জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছিলেন। বিভিন্ন দেশের চাপেই ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিলেন। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়েই মহান মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধুকে হত্যায় পরিবারের চেয়ে দেশের মানুষের বেশি ক্ষতি হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। আজকের এইদিনে জাতির পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা; তাঁর ত্যাগ ও ৩০ লাখ শহীদের রক্ত বৃথা যাবে না।’
শেখ হাসিনা আরও বলেন, ‘১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছিলেন, তিনি একে একে সব করেছিলেন। মাত্র ৯ মাসে সংবিধান দিয়েছিলেন। পাকিস্তানের সংবিধান দিতে ১১ বছর লেগেছিল।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here