ধামরাই সরকারি কলেজের খারাপ ফলাফল নিয়ে নবাগত অধ্যক্ষের উদ্বেগ

0
288
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার উপকষ্ঠে ধামরাইয়ে অবস্থিত ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালে তৎকালীন এমপি জামাল উদ্দিনসহ অন্যান্যদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এ কলেজটির ফলাফল নিয়ে ভীষণ ভাবে উদ্বেগ প্রকাশ করলেন সদ্যাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো, সেলিম মিয়া।শুক্রবার বিকেলে কলেজের পাঁচতলা নতুন ভবণের নির্মাণ কাজের উদ্বোধন শেষে কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে নবাগত অধ্যক্ষ বলেন, এত সুন্দর পরিবেশে অবস্থিত এই কলেজের ফলাফল এতই খারাপ যে, ফলাফল দেখে আমি রীতিমত বিস্মিত হয়েছি। তিনি নিজেকে চীপ হুইপের খুব কাছের লোক বলে পরিচয় দিয়ে বলেন, আমি কোন ভাবেই কোন খারাপ শিক্ষার্থীকে সেন্টারআপ করবোনা। খারাপ শিক্ষার্থীদের সেন্টারআপ করার জন্য কেউ তদবীর করবেন না। এ সময় স্থানীয় এমপি ও পৌর মেয়র নবাগত অধ্যক্ষকে কলেজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here