নরসিংদীতে জাতীয় ভোটার দিবস পালিত

0
240
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : ‘ভোটার হব ভোট দিব’- এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে প্রথমবারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০১৯। এ দিবসটি উদযাপন করার লক্ষ্যে সকাল সাড়ে ৯ টায় নরসিংদী জেলা প্রশাসন, জেলা উপজেলা নির্বাচন অফিস, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নরসিংদী সরকারি কলেজের রোভার স্কাউট, রেড়ক্রিসেন্টের অংশগ্রহণে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকদের কার্যালয়ে শেষ হয়। সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান, এএসপি হেডকোয়ার্টার মোঃ মেসবাহ উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষার্থী মাহিনুর আক্তার উষা, শরিফ ইকবাল ও ইশরাত জাহান। সভায় সভাপতিত্ব জেলা নির্বাচন মোঃ মেজবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহ আলম মিয়া, জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপন জেলা কমিটির সদস্য জেলা শিক্ষা অফিসার মোঃ সৈয়দ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকতা মোঃ খলিলুর রহমান সজীব, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, চিনিশপুর দিপশিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ছুফুরা বেগম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল আজিজ। তরুণ প্রজন্ম দেশের প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উজ্জীবিত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here