নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ

0
284
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে ১৬ জানুয়ারি বুধবার সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ইব্রাহীম টিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ সৈয়দ মো. আমিরুল হক শামীম, সদর হাসপাতালের আরএমও ও নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. আবু কাউছার সুমন, সুইড নরসিংদী শাখার সদস্য সচিব মো: নাজমুল হক ভূইয়া ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল এর সভাপতি লাভলী সুলতানা সহ সাংবাদিক, সমাজসেবক ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ও সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশ ও আন্তর্জাতিকভাবে বিশেষ শিশুদের নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন। তাই আমরাও সরকারের প্রতিনিধি নিয়ে সরকারের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই। তাই আপনারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতা-মাতা, সন্তানের প্রতি আন্তরিক ও যত্নবান হবেন। যাতে করে আপনার শিশুটি শিক্ষা ও তার অধিকার থেকে বঞ্চিত না হয় এ আহবান জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here