নরসিংদীর খবর

0
362
728×90 Banner

সাংবাদিক প্রীতিরঞ্জন সাহার খোঁজখবর নিতে

নরসিংদী প্রতিনিধি : সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহার খোঁজখবর নেয়ার জন্য গত সোমবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ী রায়পুরার রহিমাবাদে গেলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় সংগে ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, নরসিংদীর সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, সহ-সম্পাদক হামিদুল হক আহাদ, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, সাহিত্য ও সংস্কৃতি ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে যারা বর্বরোচিত হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য আইন শৃংখলা বাহিনীকে তিনি নির্দেশ প্রদান করেন। এসময় তিনি প্রীতিরঞ্জনা সাহার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর গভীর রাতে তার বাড়ীর সন্নিকটে দুর্বৃত্তরা তার উপর মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাকে গুরুতর আহত করে।
প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ


প্রবীন হিতৈষী সংঘ নরসিংদী জেলা শাখা প্রিমিয়ার ব্যাংক এর সৈজন্যে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে। গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রবীণ হিতৈষী সংঘ নরসিংদী জেলা শাখার ভেলানগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীন হিতৈষী সংঘের সভাপতি প্রবীণ শিক্ষক মো: শহিদুল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জেকারুল হক মোল্লা, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট হুমিও চিকিৎসক ডা. আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ইমাম হোসেন, নির্বাহী সদস্য কামরুজ্জামান ঝন্টু এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে একজন প্রতিনিধি।
মাধবদীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প


নরসিংদি জেলার মাধবদীর আবদুল্লাহ বাজার সেনা ক্যাম্পে স্থানীয় জনগনের চিকিৎসা সেবায় বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র প্রদান করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় সহ¯্রাধিক রোগী এ সেবা লাভ করে।
কুমিল্লা সেনানিবাস ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হুদা খান জানান, বিনামুল্যে চক্ষু শিবির আয়োজন, অপারেশন, চর্ম, মহিলা ও শিশু বিশেষজ্ঞগন চিকিৎসা প্রদান করছেন। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে অংশ গ্রহনকৃত কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এ পর্যন্ত ৫টি চিকিৎসা ক্যাম্পে এ পর্যন্ত প্রায় দশ হাজার রোগীকে চিকিৎসা সেবা, ২৫ জনের অপারেশন, ৬৫ জনের চোখের ছানি অপারেশন এবং উল্লেখযোগ্য সংখ্যক রোগীর দাঁতের চিকিৎসা প্রদান করে। স্থানীয় লায়ন্স হাসপাতাল, সিভিল সার্জন চিকিৎসক দল এ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্য্যক্রমে অংশ নেয়।
রাজাদীতে শিশু ধর্ষণ ধর্ষক গ্রেফতার


নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলামিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলামিন পলাশ উপজেলার মাঝেরচরের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান জানান, রবিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ীর পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। পিঠা কিনে বাড়ী ফেরার পথে বাজারের এক কলা ব্যবসায়ী আল আমিন ছাত্রীটিকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এসময় শিশুটি আর্তচিৎকার শুরুকরলে তাকে সেখানে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে পলাশ উপজেলার মাঝেরচর নিজ বাড়ি থেকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

থানায় জিডি করায় জামালের বাস্তভিটা দখল করে নিয়েছে সন্ত্রাসী

পৈত্রিক ভিটেমাটি রক্ষা করার জন্য থানায় সাধারণ ডায়েরী করলে ক্ষিপ্ত হয়ে জামাল মিয়া ও ইদ্রিস আলীর পৈত্রিক ভিটে-বাড়ী জোরপূর্বক ঘর তুলে দখল করে নিয়েছে সন্ত্রাসী জিয়াউর রহমান, মজিবুর রহমান ও তার দলবল।
ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের চম্পকনগর গ্রামে। ঘটনার বিবরণ ও সরেজমিনে ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়, উল্লেখিত জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে জামাল গংদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করতে চেষ্টা করছিল। হত দরিদ্র জামাল ও ইদ্রিস আলীর সহায় সম্পত্তি বলতে ৮শতাংশ ভূমিই তাদের একমাত্র সম্বল। দরিদ্র এই পরিবারটি তাদের পৈত্রিক ভিটা বার বার বেদখলের চেষ্টা করে জিয়া বাহিনী।
আলীনগর মৌজাস্থিত ১৯৯ নং খতিয়ানের ২৭৯১ ও ২৭৯৯ দাগের ৮শতাংশ ভূমি জামাল ও ইদ্রিস গং পৈত্রিক ও খরিদা সূত্রে মালিক। তারা অনেক চেষ্টা তদবির করেও পৈত্রিক ভিটি দখলে না রাখতে পারার আশংকায় নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। যার ডায়েরী নং ৫৬৩। ডায়েরীটির বিষয়ে পুলিশ তদন্তকালে যথার্ততার প্রমাণ পেয়ে পুলিশ বাদী হয়ে আদালতে একটি অধর্তব্য মামলা দায়ের করে। এতে জিয়া গংরা ক্ষিপ্ত হয়ে জামাল ও ইদ্রিসের ভূমি থেকে মূল্যবান গাছপালা কেটে এবং টিনের ঘর নির্মাণ করে দখল করে নেয় এবং তাদেরকে হুমকি দিতে থাকে থানা থেকে মামলা তুলে না আনলে প্রাণে মেরে ফেলা হবে। অপর দিকে দালাল প্রকৃতির লোকজন দিয়ে জামাল ও তার ভাইকে প্রস্তাব দিয়ে আসছে এই ভূমিটুকু তাদের নামে সাবকবলা রেজিষ্ট্রি করে দিতে।
এলাকাবাসী জানায়, উল্লেখিত জামাল গংদের এই ভূমিটুকু ছাড়া আর কোনো মাথা গোজার ঠায় নেই। দখলকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক বলেও এলাকাবাসী জানায়। অসহায় জামালের পরিবার তাদের পৈত্রিক ভিটি ফিরে পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।
ধর্ষণ ও দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 


যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এর উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নেটওয়ার্ক এর যুগ্ম-আহবায়ক রায়হানা সরকার, আসাদুজ্জামান খোকা, সদস্য মনজিল এ মিল¬াত, আলতাফ হোসেন নাজির, কাজী জহিরুল ইসলাম খোকন, সউদ আল ফয়সাল, মিজানুর রহমান প্রমুখ। মানবন্ধনে ব্রহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় ও নরসিংদী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের পাচ শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিল। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সার্কেল ফোরটিন সোসাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতাদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সার্কেল ফোরটিন সোসাল অর্গানাইজেসন নরসিংদীর উদ্যোগে অসহায় শীতাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা করা হয়েছে। রবিবার সংগঠনের ভেলানগর কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মো: মনির হোসেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহ ্অলম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, মশিউর রহমান দিদার, মাহবুব আনোয়ার, সিউর রহমান, এএফ মাহতাব উদ্দিন টিটু, সোহেল মোল্লা, খন্দকার এশাদুল হক, মো: রফিকুল ইসলাম, মো: বাবুল, মো: আনিছুজ্জামান, সামসুজ্জামান এলান, জাবেদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ অরুন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here