নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

0
216
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে ভাষানচর থেকে রোহিঙ্গা প্রত্যাবার্সন ও নোয়াখালী অঞ্চলের ভাষাবাসীদের নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে ১ নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের কর্মী ও আহ্বায়ক সময় মুরাদ এর সঞ্চালনায় নোয়াখালীর বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, আইনজীবী, সাবেক প্রশাসনের উচ্চ প্রদস্ত কর্মকর্তাগণ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বগণ এবং নাট্যব্যক্তিত্বগণ নোয়াখালী বিভাগ বাস্তবায়নের পক্ষে সংহতি প্রকাশ করেন। বক্তাগণ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অচিরেই নোয়াখালী থেকে রোহিঙ্গা প্রত্যাবার্সনসহ নোয়াখালী বিভাগ ঘোষণা করার জোর দাবি জানান। মুক্তিযোদ্ধাগণ বলেন ৭১’র রনাঙ্গণে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে আমরা দেশ স্বাধীন করি। তাই অতিতেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল ও শহীদ অধ্যাপক মনির চৌধুরীসহ অনেক জ্ঞানীগুনীর ¯েœহধন্য নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। পরিশেষে সময় মুরাদ বলেন আমাদের বড় পরিচয় আমরা নোয়াখাইল্লা। এই নোয়াখালী ভাষাবাসী লহ্মীপুর, চাঁদপুর, ফেনীসহ ঠেঙ্গারচর, স্বর্নদ্বীপ, ভাষানচর, হাতিয়া, নির্ঝুমদ্বীপ, স্বন্দীপসহ প্রায় ৫ হাজার বর্গমাইলে এই ভূখন্ডকে নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি। আমরা চাই অহিংস আন্দোলন করবো। যে কোন মূল্যে সরকারের কাছে থেকে আমাদের দাবি আদায় করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here