নড়াইলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন, সেরা ভিক্টোরিয়া কলেজ

0
139
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় এইচএসসি পরীক্ষায় ১২৩ ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে সব চেয়ে বেশী ৬৯জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া নড়াইল সরকারি মহিলা কলেজ থেকে ৮জন, নড়াইলের লোহাগড়া সরকারি কলেজ থেকে ৭জন, নড়াইলের লোহাগড়া নবগংগা কলেজ থেকে ৭জন, নড়াইলের বড়দিয়া মানিক মিয়া কলেজ থেকে ৭জন, নড়াইল সদরের আশার আলো কলেজ থেকে ৪জন, নড়াইলের মাইজ পাড়া আদর্শ ডিগ্রি কলেজ থেকে ৪জন, নড়াইলের মির্জাপুর আদর্শ কলেজ থেকে ৪জন, নড়াইলের গোবরা মিত্র কলেজ থেকে ৩জন, নড়াইলের শহীদ আব্দুস ছালাম ডিগ্রি কলেজ থেকে ৩জন, নড়াইলের ইতনা স্কুল এন্ড কলেজ থেকে ২জন, নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ থেকে ১, নড়াইলের লাহুড়িয়া কলেজ থেকে ২জন, নড়াইলের লক্ষীপাশা মহিলা কলেজ থেকে ১জন এবং নড়াইলের বল­ারটোপ কলেজ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। নড়াইল জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩২০জন। মোট পাশ করেছে ৪ হাজার ২৬৩জন। এবার নড়াইল জেলায় ছাত্রদের থেকে ছাত্রীরা বেশী পাশ করেছে। এদের মধ্যে ২ হাজার ২১৫জন ছাত্রী এবং ২হাজর ৫১জন ছাত্র পাশ করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here