নড়াইল পুলিশ লাইন মাঠেও জয় এসপি জসিম উদ্দিনের!

0
205
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: যেকোন খেলাধুলার বিকল্প কিছুই নাই শরীর ও মন সতেজ রাখে তাই নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নিয়মিত নড়াইল পুলিশ লাইন মাঠে ফোর্সদের প্রতিদিন বিকালে ফুটবল প্র্যাকটিস করান। খেলাধুলার মধ্যে হার-জিৎ তো রয়েছেই। তবে হেরে মন খারাপ হয় না এমন খেলোয়ার পাওয়া। তবে এমনই এক দৃশ্য চোখে পড়ল খেলাধুলায় হার-জিৎ পরও ফোর্সদের হাসছেন এবং আনন্দ করছেন দুই দলের খেলোয়াররা। আলোড়ন তুলার মতো এমনই এক ফুটবল খেলা পুলিশ লাইনস মাঠে এই ভিন্নন খেলার নড়াইলের পুলিশ সুপার নেতৃত্ব দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। সব সময় তিনি পুলিশ কর্মকর্তা বা ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা ইয়বার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন। পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। এছাড়াও নড়াইল পুলিশের কোন কর্মকর্তা বা কর্মচারীরা যে সমস্ত কল্যাণকর আবেদন করে থাকেন সেগুলিও খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here