পদক পাচ্ছেন জিএমপি কমিশনার ও এসপিসহ ৪ কর্মকর্তা

0
272
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবার ৪০ জনকে বাংলাদেশ পুলিশ পদক ও ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ পদক ও ১৪৩ জন রাষ্ট্রপতির পদক পাচ্ছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহারসহ চার কর্মকর্তা স্থান পেয়েছেন।
অপর দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা।
তাদের মধ্যে সেবা ক্যাটাগরিতে পুলিশ পদক পাচ্ছেন কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।
শামসুন্নাহার ও রাসেল শেখ সেবা ক্যাটাগরিতে রাষ্ট্রপতির পদক এবং শহিদুল ইসলাম মোল্লা পাচ্ছেন পুলিশ পদক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here