পোস্টার ছিঁড়ে, বাঁধা দিয়ে গণ রায়কে এবার রুখা যাবে না: কফিল উদ্দিন

0
1407
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ গণসংযোগে, প্রচার-প্রচারণায় বাঁধা দিয়ে আর পোস্টার ছিঁড়ে ফেলে গণ রায় তথা ঝুড়ি প্রতীককে জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর । তিনি বলেন, পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ । এসব করে জনগণকে এবার আর রুখা যাবে না । ভোট ন্যূনতম সুষ্ঠু হলে বিজয় আমার সুনিশ্চিত।’ প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবেন না। এলাকাবাসীর সমর্থনে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, ৫৩নং ওয়ার্ড বাসীর গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি । এই নির্বাচনে জয়লাভ করার জন্য ভোটারদের সাথে নিয়ে আমার যা যা করণীয় তাই করবো । হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর আরও বলেন, ৫৩নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকের পোস্টার ছেঁড়া হচ্ছে প্রতিদিন । বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন ও থানা-পুলিশকে অবহিত করা হলেও কোন প্রতিকার মিলছে না। তিনি আরও বলেন, ‘ জনগণ ঝুড়ি প্রতীকে ভোট দেয়ার জন্য মরিয়া হয়ে আছে। যদি নির্বাচন কমিশন ন্যূনতম সুষ্ঠু ভাবে এই ওয়ার্ডের ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে সক্ষম হয়, তবে আমাদের ঝুড়ি প্রতীকের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না । বাঁধা দিয়ে, পোস্টার ছিঁড়ে কোন লাভ নেই । তিনি বলেন, আমার পোস্টার ছেঁড়া ও কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী তার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বারবার অবহিত করলেও তারা এর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয়ে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘আমি কাউন্সিলর নির্বাচিত হলে সর্বপ্রথম এই ওয়ার্ডটিকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে একসাথে কাজ করবো।’নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণের সময়ই নির্বাচন কমিশনের উচিত ছিল হিন্দু ধর্মালম্বীদের পূজার বিষয়টি বিবেচনা করা। তাহলে আজকে নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হতো না। তারপরও দেরিতে হলেও কমিশন সরস্বতী পূজার বিষয়টি বিবেচনা করে ভোট পিছিয়ে দেয়ার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।’হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বরের প্রতিটি গণসংযোগেই জনসমুদ্রে পরিণত হয় এবং ঝুড়ি প্রতীকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে পুরো ৫৩নং ওয়ার্ড প্রকম্পিত করেন হাজার হাজার নেতাকর্মী ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here