ফটিকছড়িতে কোভিড হাসপাতালে নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের সহায়তা

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : ফটিকছড়ি সদরের ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য প্রকল্পকে (ইউনিট-২) বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ৮০ হাজার ১ শত ১১ টাকা সহায়তা প্রদান করেছে নারায়ণহাট ইউনিয়ন রেমিট্যান্স যোদ্ধাদের মানবিকসংগঠন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এবং জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশন। ২৮ জুন রবিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সায়েদুল আরেফিনের হাতে এ সহায়তা হস্তান্তর করা হয়। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ ইসমাইল হোসেন,ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম- ২ বোর্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাষ্টার মুহাম্মদ আবুল বশর, নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এর সম্বনয়ক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রবাসী জনকল্যাণ পরিষদ সদস্য জনাব বাবলু বিশ্বাস, আল হাসানাইন মডেল মাদরাসা ডাইরেক্টর জনাব মুহাম্মদ সেলিম আরমান, নারায়ণহাট বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী রোমান, নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ সম্বনয়ক ছাত্রনেতা মুহাম্মদ আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণহাট ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, জাহাঙ্গীর কবির ও রোকেয়া কবির ফাউন্ডেশনের প্রতিনিধি মুহাম্মদ ইমতিয়াজ মামুন, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ নিয়াজুল নাঈম প্রমুখ। চের্ক প্রদানের প্রাক্কালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, প্রবাসীরা শুধু আমাদের রেমিটেন্স যোদ্ধা নয়, দেশের আপদকালীন সময়েও তারা সবমসয় অসহায়দের পাশে দাঁড়ান। তিনি নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ ও জাহাঙ্গীর কবির ও রোকেয়া কবির ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান এবং সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ ও জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, করোনার চরম এ ক্রান্তিকালে নিজ উপজেলার মানুষদের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আগামীতে আরো সহায়তা প্রদানের আশা ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here