বঙ্গবন্ধু দেশকে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছিলেন – শিল্পমন্ত্রী

0
233
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আমাদের উদ্দেশ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শিল্পসমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। স্বাধীনতাপূর্ব তৎকালীন সময়ে তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখনই তিনি এসএমই ফাউন্ডেশনের পরিকল্পনা হাতে নিয়েছিলেন যে কীভাবে দেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা যায়। তাঁর ধারাবাহিকতায় আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন। ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সংঘবদ্ধ করে দেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি ২৮ ফেব্রুয়ারি বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ সফিকুল ইসলাম। নরসিংদীর সুযোগ্য জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এবং এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম পিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ারুল নাসের,নরসিংদী পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল,নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার’স ফোরাম এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি মোঃ আলী হোসেন পাঠান প্রমুখ।
মন্ত্রী বলেন, ঐতিহাসিক পথযাত্রায় সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যই ছিল আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণেই এর উল্লেখ আছে। এর সূত্র ধরেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাপরিকল্পনার বার্তা সারাবিশে^র মানুষের কাছে তাঁর কর্মের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এজন্যই সারাবিশে^ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে চিনে। আমাদের তো আলাউদ্দিনের চেরাগ নাই। আমাদের মডেল হচ্ছে আমার দেশের ১৬ কোটি মানুষ। দেশে বড় শিল্পের পাশাপাশি দেশের প্রতিটি গ্রামে আমরা ছোট মাঝারি শিল্প গড়ে তুলবো। উদ্যোক্তা সৃষ্টি করবো। আমাদের নির্বাচনী ওয়াদা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের দেড় কোটি মানুষের কর্ম সংস্থান আমরা করবো। ইতোমধ্যে আমরা সেই পথ সৃষ্টি করেছি। এসএমই ফাউন্ডেশনের একটা বিশেষ ভূমিকা এতে থাকবে। প্রতিটি গ্রামে যে কুটির শিল্প রয়েছে,বিশেষ করে মায়েরা নিজেরাই শিল্প প্রতিষ্ঠা করবে। সরকার তাদের সহযোগিতা করবে। সকল প্রয়োজনীয় ব্যবস্থা করবে। আমাদের ব্যাংক প্রতিষ্ঠান,অর্থলগ্নী প্রতিষ্ঠান সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে একাজগুলো সম্পন্ন করবো আমরা। আমরা চেষ্ঠা করছি ভৌগলিকভাবে যেটা যেখানে বেশী উৎপাদন হবে। সেই জাতীয় শিল্পই সেই এলাকায় গড়ে তুলতে সরকার উদ্যোক্তাদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। কর্মের সাথে উপার্জনের সম্পৃক্ততা সৃষ্টি করতে আমরা চেষ্টা করছি ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করে সারা বাংলাদেশে একটি বৃহৎ জনগোষ্ঠীকে কর্মের সাথে, উপার্জনের সাথে সম্পৃক্ত করা। তাহলেই অর্থনৈতিক মুক্তি তরান্বিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ সফিকুল ইসলাম বলেন, ষাটের দশকে আমরা যখন স্কুলে পড়ি,তখন স্যারেরা শিক্ষিয়েছেন এদেশ কৃষিপ্রদান দেশ। আর আজকে কালের বিবর্তনের ফলে আমরা স্বপ্ন দেখছি শিল্পসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন,এবারের মেলায় রয়েছে আঞ্চলিকভাবে উৎপাদিত বাঁশ, বেতের পণ্য, শীতল পাটি, ভাস্কর্য শিল্পী, হস্ত ও কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরী প্লাস্টিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, খেলনা, পাট ও পাটজাত পণ্য, আইসিটি সফটওয়্যার শিল্পী যা পৃষ্ঠপোষকতা পেলে অনেক দূর এগিয়ে যাবে মূলত তাদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
২৮ ফেব্রæয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই এসএমই পণ্য মেলা চলবে। মোট ৬৯ টি স্টল এই মেলায় স্থাপন করা হয়েছে। উল্লেখ্য যে, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং নরসিংদী জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব ও বাংলাদেশ ব্যাংক এর সার্বিক ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হবে। নরসিংদীতে এ নিয়ে দুইবার এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here