বাংলাদেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ে আগ্রহী মালয়েশিয়া

0
168
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে আগ্রহী মালয়েশিয়া। এফটিএ নিয়ে শিগগির আলোচনা শুরু করতে চায় দেশটি।
ঢাকায় মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার হাজানা হাসিম গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান। হাইকমিশনার মালয়েশিয়ার অর্থনীতি ও সমাজে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক অবদানের কথা স্মরণ করেন। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের মালয়েশিয়া ফেরার বিষয়টি তার সরকারের সাথে আলোচনা করবেন বলে জানান হাসিম। করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের হাতে নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও নৈতিক সমর্থনের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে তিনি মালয়েশিয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আরো জোরালো সমর্থন চান। সীমিত আকারে হলেও কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ফিল্ড হাসপাতালের কার্যক্রম চালু রাখতে হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান ড. মোমেন।
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের প্রার্থীতার জন্য মালয়েশিয়ার সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here