বাংলাদেশ প্রেস কাউন্সিলকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

0
382
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০১৯ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে প্রেস কাউন্সিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনা সভায় তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন, যা একই বছরের ১৪ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। এই দিবসটি জাতীয়ভাবে ‘প্রেস ডে’ হিসেবে পালন করার জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে দিবসটি জাতীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। আলোচনা সভায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন ও স্বাধীন শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭৪ সালে এই দিনে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠিত হয়। তিনি প্রেস কাউন্সিলকে অধিক শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রদান করার প্রয়োজনীয় আইন ও নিয়ম কানুন করা প্রয়োজন। সাংবাদিকদের ওপর আক্রমন, হামলা হলে সাংবাদিক আহত কিংবা নিহত হলে প্রয়োজনীয় আইনী সহায়তা প্রেস কাউন্সিল কর্তৃক প্রদানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। এই সরকার প্রেস কাউন্সিলসহ গণমাধ্যমকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি প্রত্যাশা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক স্বপন দাস গুপ্ত, মফিদা আকবর ও সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সদস্য মোঃ আরিফ হোসেন মুন্সি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্ব বাংলাদেশ প্রেস কাউন্সিলকে ফুলেল শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here