বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণায় চুক্তি স্বাক্ষর

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে বুুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষকদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন , মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভুঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম গবেষণার জন্য নির্বাচিত গবেষকগণের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী মনোনীত ৫ জন গবেষক প্রত্যেকে এক লাখ টাকা করে গবেষণা অনুদান লাভ করেন। অনুষ্ঠানে ডিন, প্রফেসর ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here