বারিতে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

0
417
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গাজীপুরের গবেষণা মাঠে কীটতত্ত্ব বিভাগ ও সবজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় উক্ত বিভাগসমূহের সাম্প্রতিককালে উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপর এক মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএআরআই’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহবুব আলম। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে তাইওয়ানের ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টারের গ্লোবাল প্ল্যান্ট ব্রিডিং লিড সায়েন্টিস্ট ড. পিটার হ্যানসন এবং বিএআরআই’র প্রাক্তন পরিচালক কীটতত্ত¡বিদ ড. সৈয়দ নূরুল আলম উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা সরেজমিনে গবেষণা মাঠ পরিদর্শনপূর্বক কৃষকদের সাথে মতবিনিময় করেন। উক্ত মাঠ দিবস ও কৃষক সমাবেশে বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন পেস্টিসাইড ও বীজ বিপনন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here