বিতর্ক উৎসব,গাজীপুরে চ্যাম্পিয়ন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ

0
318
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর, রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গত ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হয় পুষ্টি – প্রথম আলো বিতর্ক উৎসব। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ এবং রানার্স-আপ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে। প্রাথমিক পর্যায়গুলো পেরিয়ে চ্যাম্পিয়ন দল সেমি ফাইনালে টসে জিতে, “তথ্য প্রযুক্তি নয় কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থাই পারে বাংলাদেশের উন্নয়ন করতে”- প্রস্তাবনার পক্ষে অবস্থান নেয় এবং ৪০৯ নম্বর পেয়ে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে ৩৩ নম্বরের ব্যবধানে জয়ী হয়। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন দলকে টসে হেরে, “সামাজিক আন্দোলনই পারে পরিবেশ বিপর্যয় রোধ করতে”- প্রস্তাবনার পক্ষে অবস্থান নিতে হয় এবং ৫১৯ নম্বর পেয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ
বিদ্যায়ের সাথে ৪৮ নম্বরের বাবধানে জয়ী হয়। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের পক্ষে প্রতিযেগিতায় অংশগ্রহণ করে পাঙ্গণ, অভি, লোপা, মেহেদী। চ্যাম্পিয়ন দলের দলনায়ক মেহেদী শ্রেষ্ঠবক্তা বিবেচিত হয়। টিপিএস ডিবেটিং ক্লাবের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক আলভি আক্তার মুন এবং মডারেটর প্রদীপ কুমার অধিকারী। প্রথম আলোর পক্ষে উৎসবের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোঃ মাসুদ রানা, রেজাউল করিম ও প্রথম আলো বন্ধু সমাবেশের সদস্যবৃন্দ। বিজ্ঞ বিচারকমÐলীর মূখ্য ভূমিকায় ছিলেন ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের আহসান হাবীব জীবন। উৎসব শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন গাজীপুর ভাষা শহীদ কলেজ-এর অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া বিজয়ীদের অভিন্দন জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here