বিশেষ সাক্ষাৎকারে শাহজাহান শোভন থিয়েটার মানুষকে সঠিক পথ বেছে নিতে সহায়তা করে

0
310
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশিষ্ট নাট্যজন ও সংগঠক শাহজাহান শোভন তার নাট্যজীবন নিয়ে এক বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন । মঞ্চনাটক ই তানাট্যজীবনের শুরু এবং শেষ। নাটকের এই বিশেষ ব্যাক্তির নাট্য ইতিহাস পাঠকদের জন্য তুলে ধরা হলো :
প্রশ্ন:শাহজাহান শোভন কবে থেকে নাট্যাঙ্গনের সাথে জড়িত?
উত্তর: ১৯৯৪ সাল টঙ্গী শিশু থিয়েটারের আঞ্চলিক শিশু নাটকর্মশালার মধ্যদিয়ে নাট্যাঙ্গনে সম্পৃক্ত হই ।
প্রশ্ন: কত বছর বয়স থেকে আপনি শিশু নাট্যদলের সাথে জড়িত?
উত্তর: ১৪ বছর বয়স থেকে শিশু নাট্যদলের সাথে জড়িত আছি ।
প্রশ্ন: কোন নাট্যদলের মাধ্যমে আপনার নাট্যাঙ্গনে পদচারণার সূচনা ঘটে?
উত্তর: টঙ্গী শিশু থিয়েটার এর মাধ্যমে নাট্যজীবন শুরু করি আমি ।
প্রশ্ন: আপনার প্রতিষ্ঠিত এবং পরিচালিত নাট্যদল “নাট্যভূমি ” কবে থেকে যাত্রা শুরু করে ?
উত্তর: ২০০৪ সালের ৩১ডিসেম্বরে নাট্যভূমি প্রতিষ্ঠা করি। এর আগে ২০০৪ সালে যুব ও কিশোর নাট্যদল- স্বপ্ন সন্ধানী থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। বর্তমানে দৌড় শিশু নাট্যদল এর মাধ্যমে শিশু কিশোর নাট্যচর্চার সাথে সংগঠক হিসাবে জড়িত আছি।
প্রশ্ন: আপনি একজন সংগঠক হিসেবে সম্মিলিত সাংস্কৃতি জোট টঙ্গী’র সাথে কবে থেকে জড়িত এবং কোন পদে দায়িত্ব পালন করছেন?
উত্তর: ২০০৬ সাল থেকে প্রথমে তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমানে তৃতীয়বারের মত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি ।
প্রশ্ন: আপনার একটি ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করুন নাট্যজীবন নিয়ে?
উত্তর: শিশু নাটক করার সময় টঙ্গী শিশু থিয়েটারের মাধ্যমে ১৯৯৭ সালে ভারতের দিল্লীতে প্রথম আর্ন্তজাতিক শিশু নাট্য
উৎসবে আমরা ১০জন শিশু নাট্যকর্মী অংশগ্রহন করেছিলাম।সেখানে বিভিন্ন দেশ থেকে আসা নাট্যকর্মীদের সাথে ভাব আদান প্রদান করার জন্য আমাদের ভুল ইংরেজী বলতে হয়েছে। মজার কথাটি হচ্ছে অনেক দেশের শিশুরা ইংরেজী বুঝত না।এবিষয়টি আমরা অনেক পড়ে বুঝতে পারি।এখনো সেসব কথা বলে হাসি পায়।
প্রশ্ন: নাটকের প্রশিক্ষণ নিয়েছেন ?
উত্তর: নিয়মিত ভাবে পিপল্স থিয়েটার এসোসিয়েশন আয়োজিত জাতীয় শিশু কিশোর নাট্যকর্মশালা অংশগ্রহন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত পক্ষকাল ব্যাপি অভিনয়, শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করি। থিয়েটার স্কুল থেকে ১৭তম ব্যাচে ১ বছর মেয়দী অভিনয় বিষয়ক সার্টিফিকেট বিষয়ক কোর্স সম্পন্ন করি। বাংলাদেশ পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত নির্দেশক, নাট্যকার, ও নাটকের ডিজাইন নিয়ে কর্মশালায় অংশগ্রহন করেছি।
প্রশ্ন: আপনার নির্দেশিত উল্লেখযোগ্য নাটক ?
উত্তর: মঞ্চনাটক : বাওয়ালী, রাজাবলি, শিরোনাম ৭১, বুদ্ধিরঢেঁকি, মঞ্চেচিত্রে ইত্যাদি ।
পথনাটক : মড়া, মদনতীর্থ, কানার হাটবাজার, মানবতার খোঁজে, ঢিল, বাংকার, মহাবিপদ ইত্যাদি।
শিশু নাটক : ছুটি, ক্যানভাস, স্বার্থপর দাদু, হ্যা, দাদুর গল্পের আসর, মিনুরস্বপ্ন, খন্ডিত মিনার, গানের পাখি ইত্যাদি ।
প্রশ্ন: আমরা জানি কিছু দিন আগে আপনার নাট্যদল “নাট্যভূমির” ১ যুগ শেষ করেছে পরবর্তি বছর গুলোতে কি পরিকল্পনা রয়েছে?
উত্তর: নাট্যভূমি নিয়মিত কমসূচির সাথে কিছু বিষয় ভিত্তিক নাটক নির্মান করা হবে। কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নাট্যকর্মশালা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া টঙ্গীতে পাড়ায় পাড়ায় নাট্যভূমি প্রযোজিত পথনাটক গুলো নিয়মিত প্রর্দশন করা হবে।
নাটকের সাথে আছি । ভবিষ্যতে থাকবো । সকলে সহযোগিতায় আমার নাটক বেঁচে থাকবে দীর্ঘদিন।
আপনার সুস্থা কামনা করছি এবং অসংখ্য ধন্যবাদ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here