বৈশাখ

0
282
728×90 Banner

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

 

বৈশাখ মিশে আছে হৃদয়ে অন্তরে
বাঙালীর সুখে-দুঃখে চেতনা জুড়ে,
জীর্ণতা ছেড়ে নতুনের কেতন উড়িয়ে
অতীতের পঙ্কিলতাকে ধুয়ে-মুছে,
নতুন বার্তা নিয়ে বৈশাখ আসে
নব নব উদ্দীপনায় মানুষের কাছে।
ঝড় বৃষ্টি দূরন্ত মেঘমালা
পুতুন নাচ সার্কাস নাগরদোলা,
গ্রাম গ্রামান্তরে বৈশাখী মেলা
ধর্মবর্ণের পরিচয় ভুলে একত্রে চলা।
বৈশাখ কৃষ্টি সংস্কৃতি ইতিহাসের পাতা
বাঙালীর উৎসাহ প্রেরণা শুভ হালখাতা,
ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা
গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষে মানুষে একতা।
সংস্কৃতিতে বোনের স্নেহ মায়ের মমতা
ভেদাভেদ ভুলে ধনী গরীবের সমতা,
বৈশাখ বাঙালীর কাছে চির সুখের
অতি আপন অমলিন সকল মানুষের।

লেখক পরিচিতি ঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
উপদেষ্টা, কবি সংসদ বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here