ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে ভাইবোনের গলা কাটা লাশ

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে প্রবাসী কামাল মিয়ার বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল নামে ভাইবোনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও কামরুল সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। কেন, কিভাবে তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না পুলিশ। তবে পুলিশ হত্যার ক্লু-বের করার চেষ্টা করছে। স্থানীয় সূত্রগুলো বলছে, দ্বিতল বিশিষ্ট বাড়িটিতে প্রবাস ফেরত কামাল তার স্ত্রী, দুই কন্যা ও পুত্র ছাড়া কেউ থাকত না। কামাল গত ১০ ফেব্রুয়ারি দেশে আসে। বেশ কিছুদিন ধরে কামালের শ্যালক বাদল মিয়া এ বাড়িতে অবস্থান করছিল। বাদলের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার খাদেরপুর গ্রামে। একটি মারামারির মামলায় আসামি হওয়ায় বোনের বাড়িতে সে আত্মগোপনে ছিল। বাদল মিয়া তার বোনদের কাছ থেকে বিদেশ যাওয়ার জন্য ১৪/১৫ লাখ টাকা ধার নেয়। এরপর কিছুদিন বিদেশ থাকে। বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে এমন আশ্বাস দিয়েই টাকা কর্জ নেয়। সম্প্রতি লকডাউনের কারণে বিদেশ থেকে চলে আসার পর তার বোন জানতে চাইলে সে জানায় আবার বিদেশ চলে যাবে। সেখানে ঝামেলা হয়েছে তাই দেশে এসেছে। পরবর্তীতে ধার-দেনা মিটিয়ে দেবে। তার নিকট আত্মীয় মো. আসিফ এ তথ্য জানায়। তিনি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করতে আসার পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সোমবার কামাল মিয়াকে ৩ লাখ টাকা পরিশোধ করার কথা ছিল বাদলের। এদিন রাতেই কামাল মিয়ার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটল। সে দিন বাদলও এ বাড়িতে অবস্থান করছিল। ওই বাড়ির দুটি কক্ষের খাটের নিচে নিহতদের মরদেহ পাওয়া যায়। তাদের হাত-পা বাঁধা ছিল। সূত্র বলছে, ধারাল অস্ত্র দিয়ে গলায় জবাই করা হয়। আর শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের বেশ কিছু চিহ্ন। ঘটনার পর থেকে মামা বাদল পলাতক রয়েছে। শিশু কামরুল হাসানের মরদেহ যে কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে সে কক্ষেই অবস্থান করত তার মামা বাদল। সন্ধ্যার পর উচ্চস্বরে ডেক্সসেট বাজানোর শব্দ শুনেছে প্রতিবেশীরা। জোড়া খুনের ঘটনায় কতজন অংশ নিয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ঘটনার পর থেকে মামা বাদল মিয়া পলাতক রয়েছে। তাকে আটক করা গেলেই হত্যার প্রকৃত রহস্য বের হয়ে আসবে। পুলিশের ৩টি টিম অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত হত্যার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। থানায় মামলাও হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here