ব্র্যাকের উদ্যোগে ময়মনসিংহে হালকা প্রকৌশল শিল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
355
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্র্যাকের উদ্যোগে ময়মনসিংহে হালকা প্রকৌশল শিল্পে ডিভিশনাল লেবেল ওয়ার্কশপ ইন একসেস টু ফিন্যান্স অনুষ্ঠিত।
গত ১৩ ফেব্রুয়ারি বুধবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-প্রোগ্রেসের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার জেনারেল ম্যানেজার কাজী আকতারুল ইসলামের সভাপতিত্বে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার জেনারেল ম্যানেজার কাজী আকতারুল ইসলাম, ডিজিএম (এসএমই ) মোসাম্মৎ সেতারা খাতুন, প্রোগ্রেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জায়েদ-উন-নবী, টেকনিক্যাল ম্যানেজার সোহেল রানা, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট রক্ষিত ভট্রাচার্য্ , গাজীপুর অন্চলের আন্ছলিক ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, ব্র্যাক জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি ফিল্ড টেকনিক্যাল অফিসার মোঃ আতিকুল্লাহ, রফিকুল ইসলাম, রোকেয়া আক্তার মুন ও আরিফ রাব্বানি এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাসহ ময়মনসিংহ বিভাগের হালকা প্রকৌশল শিল্প মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান এসএমই খাতের পলিসি নিয়ে বিস্তারিত আলোচনাসহ উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে হালকা প্রকৌশল শিল্প মালিকদের সমস্যাসমূহ চিহ্নিত করা হয় এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রোডাক্টের মাধ্যমে সুবিধাগ্রহণ করে কিভাবে ব্যববসা সম্প্রসারন পূর্বক জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে সে সকল বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here