ব্র্যাকের উদ্যোগে শিল্প মালিকদের টেকনিক্যাল আপগ্রেডেশন প্রশিক্ষণ সমাপ্ত

0
442
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্র্যাকের উদ্যোগে গাজীপুরের হালকা প্রকৌশল শিল্প মালিকদেরকে টেকনিক্যাল আপগ্রেডেশন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে গাজীপুরের হালকা প্রকৌশল শিল্প মালিকদেরকে ব্র্যাক লার্ণিং সেন্টার কক্সবাজারে তিন দিনের টেকনিক্যাল আপগ্রেডেশন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে গাজীপুর জেলার হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির উর্ধ্বতন সহ সভাপতি মোঃ চুন্নু মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃশাহ আলম, কার্য নির্বাহী সদস্য মোঃশহিদুল ইসলাম লিটনসহ ২৫ জন হালকা প্রকৌশল শিল্প মালিক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন সিনিয়র টেকনিক্যাল কোয়ালিটি স্পেশালিস্ট সুমন নন্দি, টেকনিক্যাল কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মিরাজুর রহমান ও ফিল্ড টেকনিক্যাল অফিসার মোঃ আতিকুল্লাহ ।উক্ত প্রশিক্ষণে বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্পকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং বিদ্যমান যুগোপযোগি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দীর্ঘ তিন দিন ব্যাপি বিষদ আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী আলহাজ্ব মোঃ সোহেল ভূইয়া বলেন, আধুনিক প্রযুক্তির ধারনা প্রদান এবং সেগুলোর ব্যবহারের উপকারিতা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে আমরা যদি তার সঠিক ব্যবহার শুরু করি তাহলে অবশ্যই আমাদের ব্যবসায়ীক উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস। প্রশিক্ষনটি আমাদের ব্যবসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের ব্যবসা উপযোগী এই চমৎকার প্রশিক্ষণের আয়োজন করার জন্য আমাদের হালকা প্রকৌশল শিল্প মালিকদের পক্ষ থেকে আমি ব্র্যাককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here