বয়ঃসন্ধি ও মুক্তিযুদ্ধ বিষয়ক ওয়ার্কশ

0
206
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারীর চোখে বাংলাদেশ প্রকল্পের ট্রাাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা পরিচালিত সামাজিক কার্যাক্রমে দ্বিতীয় দাপ মঙ্গলবার শুরু হয়েছে। উপজেলার চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভ্রমন,খাদ্যপুষ্টি,বাল্যবিবাহ,মাদক এবং আত্মরক্ষার কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলায় ২৪৬০টি স্কুলের শিক্ষার্থীদের সচেতনামূলক অবহিতকরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ওই দুটি প্রোগামে সভাপতিত্ব করেন চারগ্রাম স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হোসেইন ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক শফিউদ্দিন সরকার। বক্তব্যা রাখেন,ডাঃ শামীমা আক্তার, মুন্তাহা রুম্মান অর্থী, আছমা আক্তার,জিন্নাত তাম্মুক,জান্নতুল ফেরদৌস প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here