ভারতের কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে কমিউনিস্ট পার্টি’র মিছিল

0
93
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতে আন্দোলনরত কৃষকদের উপর মোদী সরকারের নিপীড়ন-হত্যার প্রতিবাদে ও কৃষকদের ন্যায্য দাবী মেনে নেওয়ার দাবিতে সংহতি সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।
এ সময় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আচরণ করছেন। কৃষকদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। পুলিশী হামলা, জলকামান, লাঠিপেটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় নিরীহ কৃষকদের উপর হিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র কর্মীরা সশস্ত্র হামলা চালাচ্ছে। অত্যাচার নির্যাতনের বাধ্য হয়ে অনেক কৃষক আত্মহুতি দিতে বাধ্য হয়েছেন।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক আরো বলেন, “আমাদের কাছে কৃষক মানেই অন্নদাতা। তিনি বাংলাদেশের হোক বা ভারতের বা পৃথিবীর অন্যকোন দেশের। কৃষকদের ন্যায্য দাবির প্রতি সর্বদ্রা আমাদের সমর্থন থাকবে। আমরা মোদী সরকারকে আহ্বান করবো কৃষকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিন, অত্যাচার-নির্যাতন বন্ধ করুন।”
এ সময় আরো উপস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা কমরেড বিজ্ঞানী সামছুল হক সরকার, কমরেড বায়েজিদ, কমরেড আলাউদ্দিন, কমরেড মোস্তফা আল খালিদ, কমরেড রকিবুল ইসলাম, কমরেড রাসেল, কমরেড বিন ইয়ামিন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here