মনটেজে এম্প্লয়ার্স মিটিং এবং ওয়ার্কসপ অনুষ্ঠিত

0
150
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থমন্ত্রণালয়ের অর্থায়নে পিকেএসএফ-সেইপ প্রকল্পের অধীনে মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) কর্তৃক পরিচালিত ০৩ মাস ( ৫০৬ ঘন্টা ) মেয়াদী প্রশিক্ষণ কোর্সের আওতায় ট্র্যাঞ্চ-০২ এর ব্যাচ-০৩ এর ২টি ট্রেডের লেদ মেশিন অপারেশন এবং রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণার্থীদের কর্মে নিয়োজিত করণের লক্ষ্যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন ইন্ডাষ্ট্রির মালিক ও প্রতিনিধিদের নিয়ে গত ১১ জানুয়ারি, ২০২১ মনটেজ এর সভাকক্ষে একটি এম্প্লয়ার্স মিটিং এবং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় এম্প্লয়ারগণ মনটেজ এর প্রশিক্ষণের গুণগত মানের দারুন প্রশংসা করে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনটেজ এর সম্মানিত উপাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন আল মামুন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবপ্লেসমেন্ট অফিসার মোঃ সোহেল আফজল, কো-অর্ডিনেটর বোরহান উদ্দিন রব্বানী, একাডেমিক ইনচার্জ মেহেদী হাসান মাহবুব প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here