মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনে শিক্ষার্থীদের ইন্ডাষ্ট্রিয়াল এ্যাটাচমেন্ট সার্টিফিকেট বিতরন

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) কর্তৃক আয়োজিত গাজীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ইন্ডাষ্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান মনটেজ ক্যাম্পাসে আজ ১১ ডিসেম্বর রোববার দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়ারুল হক, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন খান, । এছাড়া অতিথি হিসেবে ন্যাশনাল প্রি-ক্যাডেট, নিশাত ল্যাবরেটরিজ স্কুল, পাগড় আদর্শ উচ্চ বিদ্যালয়, অক্সফোর্ড মডেল হাই স্কুল, ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজ, হলি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকগণসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনটেজ এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, সঞ্চালনায় মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর উপাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন আল মামুন এবং সার্বিক সহযোগিতায় মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ বোরহান উদ্দিন রব্বানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় উপস্থিত বক্তাগন কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে আগামীর সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ নির্মাণের জন্য সদ্য এস.এস.সি পরীক্ষা-২০২২ সালসহ যে কোন সালে উত্তীর্ণদের প্রতি মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here