মসজিদের আগুন সংক্রান্ত গুজবে বরিশালে গ্রেফতার ১

0
215
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মসজিদে আগুন সংক্রান্ত গুজব ছড়ানোর দায়ে বরিশাল থেকে মো. কাউসার নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব- ৮। কাউসার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মহিশাপুতা গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে।
বুধবার (৩১ জুলাই) মহিশাপুতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব- ৮ সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কাউসার তার নিজস্ব ফেসবুক পেজে গুজব ছড়ায়। তিনি তার ফেসবুকের একটি পোস্টে লিখেন, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত চলছে বাংলাদেশে। গতকাল রাতে দেশের আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তকারীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে আর চক্রান্ত করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আজ ঐক্যবদ্ধ। তার পোস্টে তিনি সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদে নামার আহ্বান জানান।
তবে সরেজমিনে তার দেয়া তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ওই পোস্টটি করেন বলে প্রতীয়মান হয়।
ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্টের দায়ে গ্রেফতারের সময় তার ব্যবহৃত একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here