মহিলা ও শিশুকল্যাণ তহবিল পরিচালনা বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হলেন জুলি

0
314
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নির্যাতিত নিপীড়িত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল পরিচালনার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হোসনে আরা সিদ্দিকি জুলি।
সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরাকে সভাপতি ও উপ-সচিবকে (সেল) সদস্যসচিব করে ২০ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাষ্টিজ গঠন করা হয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে হোসনে আরা সিদ্দিকি জুলি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলা ও শিশুবিষয়ক কল্যাণ পরিচালনা বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত করায় আমি খুশি। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার প্রতি আমি কৃতজ্ঞ। নির্যাতিত, নিপীড়িত, দুস্থ নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছি এবং ভবিষ্যতও কাজ করে যাব।
হোসনে আরা সিদ্দিকি জুলির জন্ম গাজীপুরের পূবাইলে। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে জড়িত রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here