মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ

0
118
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাথাপিছু জিডিপির দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের এক পূর্বাভাসে এ ইঙ্গিত দিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের সদর দফতরে শুরু হওয়া সংস্থা দুটির বার্ষিক সম্মেলনে আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করা হয়। সে আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আউটলুকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে টেক্কা দিতে পারে শ্রীলঙ্কা, ভুটান বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশও। এ ক্ষেত্রে পাকিস্তান ও নেপালের চেয়ে ভারত কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় অর্থনীতি সম্পর্কে গভীর উদ্বেগের ছবি ধরা পড়েছে এই প্রতিবেদনে। করোনা মহামারী ও লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এর আগে অনুমান করা হয়েছিল, পরিস্থিতি এর চেয়েও খারাপ বলে মনে করছে আইএমএফ। এর আগে জুন মাসে চলতি অর্থবছরের জন্য ভারতীয় অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছিল। আইএমএফের নতুন প্রতিবেদনে, ২০২০-২১ আর্থিক বছরে ভারতীয় অর্থনীতি ১০ দশমিক ৩ শতাংশ হারে সংকুচিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। তবে চলতি বছর বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পেতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। ফলে আগামী বছর ৩১ মার্চ শেষ হতে চলা অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি কমে দাঁড়াতে পারে ১ হাজার ৮৭৭ মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি ১ হাজার ৮৮৮ মার্কিন ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here