মাদরাসা শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক —ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

0
350
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার অতীতের চেয়ে অনেক আন্তরিক। বিগত দশ বছরে মাদরাসা শিক্ষাব্যবস্থা উন্নয়নে যে পরিমান বরাদ্ধ বর্তমান সরকার দিয়েছে তা অন্য কোন সরকার দেয়নি। ধর্মীয় সকল প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, এ উন্নয়নের ধারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শুরু করেছিলেন। তিনি বলেন, কাওমী মাদরাসায় যারা পড়ালেখা করতো আগের কোন সরকার তাদের স্বীকৃতি দেয়নি কিন্তু বর্তমান সরকার দাওরায়ে হাদীসকে মাস্টার্সের মর্যাদা দিয়ে দ্বীনি শিক্ষা প্রসারে যুগান্তকারি ভূমিকা রেখেছে। গতকাল শনিবার বিকেলে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদরাসার গভর্ণিং বর্ডির সভাপতি প্রফেসর ড. মোঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত ট্রাষ্টের সেক্রেটারী ও সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here